Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • কিশোরগঞ্জ জেলায় এ বৎসর আমন, বোরো, আউশ, গম, আলু, পাট, ডাল-তৈল ও সবজি বীজসহ সর্বমোট ৭০০০ মে.টন বীজ ডিলার ও কৃষক পর্যয়ে সরবরাহ করা হয়। 
  • কৃষি উন্নয়ন ও সরকারের কৃষি নীতি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফসল উৎপাদনের অন্যতম উপকরণ মানসম্পন্ন বীজ কৃষকের দোরগোড়ায় পৌছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ধারাবাহিকতার গত ২০১৬-১৭ বিতরণ বর্ষে  অর্জন হলো বিভিন্ন ফসল ৫৮৩৯.৭২০ মে.টন বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়। 
ক্রমিক নং ফসলের নাম বীজের পরিমাণ মন্তব্য
আমন ৯৫৮.১৩৩  
বোরো ৩৮৯০.১০৭  
আউশ ৪৬.৭০০  
গম ২২০.৬৪০  
আলু ৫৯১.৩৯৪  
পাট ৩৩.৭৫৯  
ডাল ১১.৪৩০  
তৈল ৮৫.২০৯  
সব্জী বীজ ২.৩৪৮  
মোট   ৫৮৩৯.৭২০