উন্নত মানের বীজ সঠিক সময়ে নির্ধারিত মূল্যে কৃষকদের দোড়গোড়ায় পৌঁছানোর নিমিত্তে বিএডিসি কর্তৃক উৎপাদিত কিশোরগঞ্জ জেলার বিপরীতে বরাদ্দ প্রাপ্ত সকল ফসলের বীজ কিশোরগঞ্জ আঞ্চলিক বীজ গুদাম থেকে বিএডিসি’র নিবন্ধিত বীজ ডিলারদের নিকট এবং পাকুন্দিয়া উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র থেকে সরকারী নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের নিকট বীজ বিক্রয় করা।
সরকারী, বেসরকারী দপ্তরের বিভিন্ন প্রকল্পে চাহিদার ভিত্তিতে বীজ সরবরাহ করে দেশের খাদ্য ঘাটতি মোকাবেলার সক্রিয় ভূমিকা রাখা।
কৃষি সম্প্রসারণ ও গবেষনা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা সরেজনিমে বীজের মান মূল্যায়ন এবং মৌসুম অনুযায়ী বীজের চাহিদা নিরুপণ।
প্রাকৃতিক দূর্যোগ বা অন্যান্য যে কোন কারণে কৃষিমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বীজের আপদকালীন মজুদ হতে বীজ সরবরাহ করা।
বীজ নীতি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের জন্য সকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নিমিত্ত কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে বাস্তব অবস্থা/তথ্য প্রদান করা।