Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
How to get services
Details
ক্রমিক নং সেবার নাম সেবাদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময় সীমা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)
বিএডিসি’র বীজ ডিলার হিসেবে নিবন্ধন

ক) নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি।

খ) আবেদন যাচাই বাছাই।

গ) কমিটির সুপারিশ। 

ঘ) লাইসেন্স প্রদান

ক) নির্ধারিত ফরমে আবেদন।

খ) সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।

গ) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।

ঘ) ব্যাংক স্বচ্ছলতার সার্টিফিকেট।

ঙ) বনিক সমিতির সনদ পত্র (যদি থাকে)।

চ) দোকান/গুদামের মালিকানা বা ভাড়ার স্বপক্ষে কাগজপত্রাদি। 

ছ) উপ- পরিচালক (বীজ বিপণন) দপ্তর

ক) আবেদন ফরমের মূল্য ২০০/- টাকা।

খ) লাইসেন্স ফি ৫০০০/- টাকা

ক) জুলাই মাসে ১৫ (পনের) কার্য দিবস উপ- পরিচালক (বীজ বিপণন) বিএডিসি দপ্তর
কৃষক পর্যায়ে বীজ বিক্রয়

 

সরাসরি পাকুন্দিয়া উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র - সরকার নির্ধারিত মূল্য তাৎক্ষনিক পাকুন্দিয়া উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র
  দাপ্তরিক_সেবা          
সরকারী বেসরকারী সংস্থার বীজ সরবরাহ ক) প্রস্তাব প্রাপ্তি। খ) বরাদ্দপত্র জারী ও বীজ সরবারহ ক) বীজের চাহিদা উল্লেখ পূর্বক আবেদন পত্র সরকার নির্ধারিত মূল্যে মজুদ থাকা সাপেক্ষে ৩ থেকে ৭ কর্যদিবস উপ পরিচালক ddsmbadckishorgonj@gmail.com
ডিলার পর্যয়ে বীজ বিতরণ ক) চাহিদা প্রাপ্তি। খ) আদেশ জারী

ক) বীজের চাহিদা প্রাপ্তি।

খ) বীজ ডিলার লাইসেন্সের কপি

সরকার নির্ধারিত মূল্য, ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ৩ (তিন) কর্মদিবস মজুদ থাকা সাপেক্ষে৩ (তিন) কর্মদিবস মজুদ থাকা সাপেক্ষে আঞ্চলিক বীজ গুদাম